এবার যশোরে ২ মাদকব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

- আপডেট সময় : ০৪:৪৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ ৩০২ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: যশোরের চৌগাছা উপজেলায় মাদক ব্যবসায়ীদের দুটি পক্ষের মধ্যে গোলাগুলির সময় দুই যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার নীমতলা বাজারের কাছে রাস্তার ওপর থেকে গুলিবিদ্ধ দুটি লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি এখন যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। নিহত দুই যুবক হলেন উপজেলার কাবিলপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে একসের আলী (৪০) এবং মডেলপাড়া এলাকার বাসিন্দা ও একসেরের প্রাইভেট গাড়িচালক সাইদুল (৩৫)। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, একসেরের বিরুদ্ধে চৌগাছা থানায় ২১টি ও সাইদুরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) অনিল মুখার্জি দাবি করেন, নীমতলা এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে- এমন খবর পেয়ে ভোরে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ ও দেড়শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলেও দাবি করেন এসআই অনিল। পুলিশ সূত্রে জানা যায়, নিহত একসের কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। গতকাল সকালে যশোর শহরের মুড়লি থেকে একটি ট্রাকসহ তিন হাজার ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি সদস্যরা। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় পলাতক দেখিয়ে একসের আলীকে আসামি করা হয়। এদিকে চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের সেরেস্তা আলী ও নূরজাহান বেগম জানান, একটি মরদেহ তাঁদের ভাই একসের আলীর। তিনি যশোর শহরের পালবাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার সকাল থেকে তাঁর কোনো খোঁজ পাচ্ছিলেন না তাঁরা। দুটি লাশ উদ্ধারের খবর পেয়ে তাঁরা হাসপাতালে এসেছেন। রেজাউল নামে চৌগাছার এক বাসিন্দা জানান, অন্য মরদেহটি সাইদুর রহমানের। তিনি একসেরের প্রাইভেট কারের চালক ছিলেন।