দামুড়হুদা উপজেলা বিসিডিএস’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত:জাহিদুল সভাপতি শাহানাজ সাধারণ সম্পাদক নির্বাচিত

- আপডেট সময় : ০৪:৩৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ ৩০৩ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনায় দামুড়হুদা উপজেলা দক্ষিণ বিসিডিএস’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে দর্শনা ডাক বাংলো অডিটরিয়ামে এ দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিসিডিএস’র সভাপতি আবু সাহেদুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা মেহেরপুর জেলার ড্রাগ সুপার সুকর্ণ আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিসিডিএস’র সাধারণ সম্পাদক হারুনুর রশিদ পলাশ। দর্শনার ফার্মেসী মালিক ফজলুল হক, জাহিদুল ইসলাম, বদর উদ্দিন, আকুল হোসেন ও শরিফ উদ্দিন। এছাড়া বিসিডিএস’র দ্বি-বার্ষিক সাধারণ সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিশেষ করে দর্শনা পৌরসভা, কার্পাসডাঙ্গা, পারকৃষ্ণপুর-মদনা, হাউলি ইউনিয়নের ফার্মেসী ব্যাবসায়ী, ঔষধ কোম্পানীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে দামুড়হুদা উপজেলা দক্ষিণ বিসিডিএস’র জাহিদুল ইসলামকে সভাপতি, সহ-সভাপতি ফজলুল হক, শাহানাজ বিশ্বাস সাধারণ সম্পাদক,আব্দুর রহমান সহ সাধারণ সম্পাদক, ক্যশিয়ার আতিকুর রহমান, সাংগাঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, ধর্ম বিষায়ক স্বপন, প্রচার সম্পাদক সম্পাদক রাজ্জাক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সম্পাদক আবু সাঈদ, আব্দুল হান্নান (দর্শনা হান্নান ফার্মেসী), সদস্য বোরহান উদ্দিন, মোস্তাফিজুর রহমান, বাবুল আক্তার, মিজানুর রহমান, আব্দুস সালাম, আব্দুর রফিক কাবি, টিটু, আনারুল হক ও সাইফুল ইসলামসহ ২০সদস্য বিশিষ্ঠ একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।