দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী কল্যাণ সমিতির সভা

- আপডেট সময় : ০৪:৩২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ ৪৩১ বার পড়া হয়েছে
দামুড়হুদা অফিস: দামুড়হুদায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা আবুহেনা মোহাম্মদ জামাল শুভ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রোগী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমান, উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মৎস অফিসার (ভারপ্রপ্ত) আযুব হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল,দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, নতিপোতা ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক আজিজুল হক আজিজ, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান ভুট্টু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক এম নুরুন্নবী প্রমূখ। অনুষ্ঠান শেষে কমিটি নিয়ে আলোচনা শুরু হলে পূর্বের কমিটি বহাল রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সদস্য সচিব দামুড়হুদা উপজেলা সমাজ সেবা অফিসার সারোয়ার হোসেন।