বাড়াদীতে আ.লীগের মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান:বর্তমান সরকার উন্নয়নমূখী সরকার

- আপডেট সময় : ০৪:২৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ ৩২১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে উপজেলা চেয়ারম্যানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪ টার দিকে নতিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সভার আয়োজন করা হয়। বাড়াদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নমুখী সরকার। সরকারের উন্নয়নমুখী কর্মকান্ড দেখে বিরোধীদল দিশেহারা হয়ে পড়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করার কারণে দেশের আইন শৃঙ্খলাসহ সর্ব বিষয়ে উন্নতি সাধিত হয়েছে। যা দেখে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি করে অস্থিতিশীল করতে চাচ্ছে। এ ব্যাপারে সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলায় প্রস্তুত থাকতে আহবান করা গেল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য আবু মুছা, ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল হক স¤্রাট, সাধারন সম্পাদক মকলেছুর রহমান। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মকবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আসলাম উদ্দিন বিশু, শরিয়ত আলী, নূর হোসেন, বজলুর রহমান, সানোয়ার মেম্বার, আঃ রাজ্জাক, আঃ ওয়াদুদ বিশ^াস, বজলুর রহমান, মসলেম উদ্দিন, শামীম হোসেন, শেখ আমিন উদ্দিন, সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, পোলতাডাঙ্গা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, ডাউকি যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম বুলবুল, হারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল হক, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস, মাসুদুর রহমান টোকন প্রমূখ।