আমার আত্ম-জীবনী লেখার মতো কিছুই ঘটেনি : সালমান

- আপডেট সময় : ০৫:৫৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০১৭ ৫৫৯ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম আলোচিত বিষয় হলো সালমান খানের ব্যক্তিগত জীবন। বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও আজও বিয়ে করেননি তিনি। এবারে অভিনেত্রী আশা পারেখের আত্ম-জীবনী’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ নিয়ে মজার মন্তব্য করলেন এই তারকা। ‘আসমান’, ‘বাপ-বেটি’, ‘মঞ্জিল মঞ্জিল’ সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন সত্তর দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী আশা পারেখ। ধর্মেন্দ্র, শাম্মী কাপুর সহ সে সময়ের জনপ্রিয় প্রায় সকল অভিনেতার বিপরীতেই দেখা গেছে তাকে। ৭৪ বছর বয়সী অবিবাহিতা এই অভিনেত্রীর জীবন নিয়ে দর্শকের রয়েছে নানা কৌতুহল। সম্প্রতি তার জীবনীমূলক বই ‘দ্য হিট গার্ল’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন ‘সুলতান’ তারকা সালমান খান। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আশা পারেখের আত্ম-জীবনী’র প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই তারকা।ছিলেন অন্যান্য সিনে তারকারাও- অভিনেত্রী ওয়াহিদা রাহমান, হেলেন, অরুণা ইরানি, ধর্মেন্দ্র, জিতেন্দ্র, জ্যাকি শ্রফ, ইমরান খান ও সালমান খান সহ আরও অনেকে। ‘দ্য হিট গার্ল’ বইটির জন্য ভূমিকা লিখে প্রথমবারের মতো নিজের সাহিত্য প্রতিভাও দেখালেন ‘দাবাং’ তারকা সালমান! অনুষ্ঠানে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে সালমান বলেন, “আশা আন্টিকে অনেক অনেক ধন্যবাদ তার বইয়ের ভূমিকা লেখার জন্য আমাকে সুযোগ দিয়েছেন। আশা আন্টি সহ সে সময়ের জনপ্রিয় প্রায় সকল অভিনেত্রীরাই ছিলেন আমার মায়ের বান্ধবী। তাদের সময়ের নারদের একটি সুন্দর গুণ ছিলো। সেটি হলো তারা এক অপরের ভালো বন্ধু হতে পারতেন। এখনকার নায়িকারা একজন আরেক জনের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করলেও বাস্তবে তারা কেউই কারও ভালো বন্ধু নন।” এ সময় ‘বজরঙ্গি ভাইজান’ আরও বলেন, “আজকে এখানে আসতে পেরে অসম্ভব ভালো লাগছে। আশা পারেখ বলিউডের অন্যতম ব্যক্তিত্বময়ী একজন অভিনেত্রী। আমি সবাইকে বলবো তার এই বইটি কিনতে এবং পড়তে। তাহলে সবাই জানতে পারবেন সে সময়ের অভিনেত্রী কি পরিমাণ পরিচ্ছন্ন জীবনযাপন করতেন। আশা আন্টিকে দেখে আমার নিজেরও একটি জীবনী লিখতে ইচ্ছে করছে। কিন্তু আমার জীবনে আত্ম-জীবনী লেখার মতো কিছুই যে ঘটেনি!” সামনেই মুক্তি পাচ্ছে সালমান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’। এ মুহূর্তে ‘টিউবলাইট’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত এ তারকা।