কার্পাসডাঙ্গা বাঘাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকান্ড : ১৪টি পরিবার সব হারিয়ে খোলা আকাশের নীচে

- আপডেট সময় : ০৫:২৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০১৭ ৩৭৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার বাঘাডাঙ্গা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি ঘর-বাড়ীসহ সকল আসবাবপত্র, খাদ্য সামগ্রী ও গৃহস্থালী মালামাল আগুনে ভস্মিভুত হয়েছে। অগ্নিকান্ডে সব হারিয়ে সহায় সম্বল হারানো শতাধিক মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। আগুন থেকে খাবার ও পরনের কাপড় কোনোটাই বাঁচাতে পারেনি তারা। তাদের আহাজারীতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। ক্ষতিগ্রস্থ এসব প্রতিটি পরিবারই দিন মজুর, প্রান্তিক চাষী এবং ক্ষুদ্র ব্যবসায়ী। চুয়াডাঙ্গার দর্শনা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্তব্যরত অফিসার শেখ জাহিদুল ইসলাম জানান, গতকাল মঙ্গালবার বেলা সাড়ে ৩ টার দিকে দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা মাস্টার পাড়ার আলমের বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয় জনতা ও পরে দর্শনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় তিন ঘন্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রনে আনলেও ১৪টি বাড়ীই সম্পূর্ণ ভস্মিভুত হয় । সেইসাথে প্রায় ৩০ টি পরিবারের কেউই আগুন থেকে ঘরের রক্ষিত খাবার, পোষাক-পরিচ্ছদ, নিত্য প্রয়োজনীয় মালামাল, আসবাবপত্র কিছুই বাঁচাতে পারেনি। মুখের খাবার ও পরনের কাপড়টাও বের করতে পারেনি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, আগুনে বসত বাড়ীর মালামালসহ প্রয়োজনীয় মূল্যবান সম্পদ পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান এবং কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টো ঘটনাস্থল পরিদর্শ করেন। এরপর ইউনিয়ন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদেরকে সাধ্যমত সহযোগীতার আশ্বাস দেওয়া হয় ।