তিস্তার হতাশা থেকেই গেল!

- আপডেট সময় : ০৬:০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ ২৯৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বহুল আলোচিত তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে-এমনটিই আশা ছিলো সকলের। কিন্তু সফরের আগেই স্পষ্ট হয়ে যায় যে, চুক্তি হচ্ছে না। শেষ পর্যন্ত হয়ওনি। ভারতের তরফে ফের আশ্বাস ছাড়া আর কিছু পাওয়া যায়নি। গত শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক আলোচনায় শেখ হাসিনা একটি অন্তবর্তীকালীন চুক্তির অনুরোধ জানান। শুধু তাই নয়, চুক্তি না হলে কবে নাগাদ হবে তার একটি সুনির্দিষ্ট সময় বাংলাদেশের তরফে চাওয়া হয়। বাস্তবে দেখা গেছে, অন্তÍবর্তীকালীন চুক্তির অনুরোধই উপেক্ষিত হয়নি, চুক্তির সময় নির্দিষ্ট করে দেয়ার বিষয়টিও কোনো গ্রাহ্যতা পায়নি। দুই প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি কেবল তার বিশ্বাসের কথা উচ্চারণ করেন। বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তার এবং শেখ হাসিনার সরকার তিস্তা চুক্তির বিষয়টি দ্রুত সমাধান করতে পারবেন। অথচ বিস্ময়কর ব্যাপার, যৌথ ঘোষণায় নরেন্দ্র মোদির বক্তব্যটি আসেনি। খবরে জানা গেছে, নরেন্দ্র মোদি যেভাবে দুই সরকার চুক্তি করবে বলে আশ্বাস দেন, সেভাবেই বক্তব্যটি যৌথ ঘোষণায় রাখার প্রস্তাব করে বাংলাদেশ। ভারত তাতে রাজি না হওয়ায় তা যৌথ ঘোষণায় সংযুক্ত হয়নি। যৌথ ঘোষণায় কেবল উল্লেখ করা হয়েছে, তিস্তা ছাড়া আরো সাতটি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের সরকারি কর্মকর্তাদের আলোচনা দ্র”ত শেষ করতে বলা হয়েছে। আরো জানা গেছে, তিস্তার মতো গঙ্গা ব্যারাজের ব্যাপারে সময়সীমা ধরে কাজ করতে চেয়েছিল বাংলাদেশ সে ব্যাপারেও ভারতের দিক থেকে ইতিবাচক সাড়া মেলেনি। অববাহিকাভিত্তিক ব্যব¯’াপনা গড়তে বাংলাদেশ যে সহযোগিতা চায়, তাও ভারত আমলে নেয়নি। বলা যায়, তিস্তা চুক্তি, গঙ্গা ব্যারাজ ও অববাহিকাভিত্তিক ব্যব¯’াপনা বিষয়ে চরম হতাশা নিয়েই বাংলাদেশকে ফিরতে হয়েছে। অবশেষে তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানি বণ্টন ঝুলেই থাকল। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিস্তার পানি না দেয়ার অজুহাত হিসেবে যে বিকল্প প্রস্তাব দিয়েছেন তাতে তিস্তা নিয়ে কোনো চুক্তি আদৌ হবে কি না তা নিয়ে ঘোর সংশয় দেখা দিয়েছে। মমতা ব্যানার্জি শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জানান, তিস্তায় কোনো পানি নেই। পানির অভাবে এনটিপিসির বিদ্যুৎকেন্দ্র বন্ধ। সেচের জন্য পানি পেতে সমস্যা হ”েছ। বিকল্প হিসেব তিনি উল্লেখ করেন, উত্তরবঙ্গে তোর্সা, জলঢাকাসহ চারটি নদী আছে। সেখানে পানি আছে। তিস্তার বিকল্প হিসেবে এই চারটি নদীর পানি ব্যবহার করা যেতে পারে। তিস্তার পানি না দেয়ার জন্যই যে মমতা ব্যানার্জির এই বিকল্প প্রস্তাব সে ব্যাপারে বিশেষজ্ঞ-পর্যবেক্ষকরা একমত। তাদের মতে, বাংলাদেশ তিস্তার পানি চায়। ওই চারটি নদীর পানি তার বিকল্প হতে পারে না। প্রশ্ন উঠতে পারে, তিস্তায় পানি নেই, এই কথাটি কতদূর সত্য? সাম্প্রতিক বছরগুলোর বাস্তবতা এই যে, শুকনো মৌসুমে তিস্তায় পানিপ্রবাহ মারাত্মকভাবে কমে যায়। এর কারণ হিসেবে জানা যায়, সিকিম থেকে পশ্চিমবঙ্গের গজলডোবা পর্যন্ত ১৪টি বাঁধ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে আছে বৃহদাকার ৫টি বাঁধ। এছাড়া বর্তমানে বাস্তবায়নাধীন আছে আরো ৫টি বাঁধ। আরো ৪টি প্রকল্প সরকারের হাতে রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে গজলডোবা বাঁধ ছাড়াও রয়েছে তিস্তা-মহানন্দা সংযোগ খাল। তিস্তার উজানে নির্মিত এসব বাঁধ ও প্রকল্পের কারণে তিস্তার পানি আটকে আছে উজানেই। ফলে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেমন যথেষ্ট পরিমাণ পানি এসে পৌঁছায় না তেমনি পশ্চিমবঙ্গে যতটুকু পানি আসে তাও গজলডোবার মাধ্যমে প্রত্যাহার করে নেয়া হয়। তিস্তায় পর্যাপ্ত পানি না থাকার জন্য বাংলাদেশ দায়ী নয়, দায়ী ভারত। এর খেসারত বাংলাদেশ দেবে কেন? কেন বাংলাদেশ ন্যায্য পানি থেকে বঞ্চিত হবে।