চুয়াডাঙ্গার ঘোড়ামারা ব্রীজের অদূরে যানবাহনে গণডাকাতির মামলা:তেঘরী গ্রামের ৯ ডাকাত জেলহাজতে

- আপডেট সময় : ০৫:৫৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ ৩২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ঘোড়ামারা ব্রীজের অদূরে সড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতির মামলায় ৯ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালতের বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ নিয়ে ওই মামলায় মোট ১৭ জনকে গ্রেফতার করা হলো। তারা সদর উপজেলার তেঘরী গ্রামে একটি বাড়িতে ডাকাতি ও তেঘরী-কলাগাছী গ্রামের মাঝামাঝি একটি পুকুরের নৈশপ্রহরীকে পিটিয়ে জখম করার ঘটনার সাথে জড়িত ছিলো। গত শনিবার রাতভর পুলিশের ঝটিকা অভিযানে তাদের গ্রেফতার করে গতকাল সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, বোমা বিস্ফোরণ, ডাকাতিসহ বহু অপকর্মের হোতা তিতুদহের তেঘরী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (৩২), তেঘরী গ্রামের মেজো খোকার ছেলে জাহাঙ্গীর (৩০), মজিদের ছেলে আশা (৩৫), মৃত আবুলের ছেলে নুরু মোল্লা (৫৫), বিত্তিরদাড়ি গ্রামের নাজু ম-লের ছেলে ছাত্তার (৩৫), তিতুদহ গ্রামের আজিজুল হকের ছেলে জামাল হোসেন (৪৫), একই ইউনিয়নের গোবরগাড়া গ্রামের আব্দুল রবের ছেলে মোস্তফা (২৮), রশিদের ছেলে আলম (৩১) এবং কলাগাছি গ্রামের রজবের ছেলে দুলুকে (৩০) গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা একাধিক ডাকাতির ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। চুয়াডাঙ্গা সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) আমির আব্বাস জানান, এলাকায় যে কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে তারমধ্যে সব কয়টির সাথেই এই চক্রটি জড়িত বলে তথ্য পাওয়া গেছে। ঘোড়ামারা ব্রীজের নিকট গণডাকাতির মামলায় ৯ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।