চুয়াডাঙ্গা সদর হাসাপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ ছেলুন এমপি:রোগীর সেবায় আরও দায়িত্বশীল হউন:এসি মেরামতসহ জেনারেটরের তেলের মাসিক মূল্য পরিশোধের প্রতিশ্রুতি

- আপডেট সময় : ০৫:৫৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ ৩৪৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসাপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে দশটার দিকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি’র সভাপতিত্বে এই সভায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্মরত চিকিৎসকেরা অপারেশন থিয়েটারের শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামত, জেনারেটরের জ্বালানীর যোগান ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পানি নিস্কাসন বিষয়ে সমাধানের লক্ষ্যে আলোচনা করেন। এ সকল সমস্যার সমাধানকল্পে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি তাঁর নিজ অর্থে অপারেশন থিয়েটারের শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতসহ প্রতিমাসে জেনারেটরের জ্বালানীর মূল্য পরিশোধের দায়িত্ব নেন। একইসাথে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পানি নিস্কাসন ও আবর্জনা অপসারণে ব্যবস্থা নিতে হাসপাতাল কর্র্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্মরত সকল চিকিৎসককে রোগীরা যেন প্রয়োজনীয় সেবা পান, সেদিকে খেয়াল রাখাসহ নিজনিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালনের অনুরোধ জানান। এ সময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ আবু বক্কর সিদ্দিক, ডাঃ ওয়ালিউর রহমান নয়ন, ডাঃ পরিতোস কুমার ঘোষ, ডাঃ আতাউল হক, ডাঃ আসাদুল হক মালিক খোকন, ডাঃ মাহবুবুর রহমান মিলন, সদর হাসপাতালের আরএমও রাজিবুল হক এবং চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।