সড়ক দূর্ঘটনায় নিহতদের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে হুইপ ছেলুন জোয়ার্দ্দার : বড়বলদিয়ায় নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে : বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিহত ও আহত পরিবারের মাঝে অনুদান প্রদান

- আপডেট সময় : ০৫:৪০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ ৪০৫ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: গত ২৬ মার্চ দামুড়হুদা উপজেলার জয়রামপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের বটতলার নিকটে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১৩ জন হতভাগ্য শ্রমিকের স্মরণে গতকাল বিকাল সাড়ে ৩টায় বড়বলদিয়া গ্রামের স্কুল এ্যান্ড কলেজ মাঠে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। হাজী ইয়ারত আলীর সভাপতিত্বে আয়োজিত মিলাদ মাহাফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হুইপ ছেলুন বলেন, বড়বলদিয়া গ্রামের যে সকল সহজ সরল মানুষ গুলো আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য সকলে দোয়া করবেন। ১৩টি পরিবরকে দাঁড় করাতে হবে এবং যাঁরা আহত হয়েছে তাদের কে সুস্থ্য করে তুলতে এলাকার বৃত্তবানদের সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে। ৮টি পরিবারের যে সকল আহত ব্যাক্তিরা এখনো হাসপাতালে আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা নিতে হবে। এছাড়া নিহত ও আহত সকল ব্যক্তির পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর সাহায্যের আবেদন করবেন বলে জানান। সাথে সাথে বড়বলদিয়া গ্রামে নিহতদের স্মরণে একটি মিনার নির্মাণে আশ্বস্ত করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, মোশারফ হোসেন, সাংগাঠনিক সম্পাদক মুন্সি আব্দুল হান্নান, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি নূরল ইসলাম, জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার লাকী, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ, জেলা পরিষদের সদস্য মুন্সি সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা-২ আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক, কুড়ালগাছি ইউপি সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, ইদ্রিস আলী, জীবননগর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মুন্সি নাসির উদ্দিন, দামুড়হুদা সদর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রহমত উল্লাহ, আ.লীগ নেতা আতিয়ার রহমান হাবু, আমির হোসেন, এরশাদ আলী মাস্টার, যুবলীগের এড. আবু তালেব, জয়নাল আবেদিন নফর, শহিদ বিশ্বাস, আক্তার হোসেন, স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দার অনিক। এছাড়াও যুগ্ম-সম্পাদক নাজিম, ছাত্রলীগনেতা তারিক, বাবুল আক্তার, বাকিবিল্লাহ, আমির হোসেন, আকামত, তানজিল, মামুন, ইমরান, ফিরোজ, মুনসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে হুইপ ছেলুন প্রত্যেক নিহতদের পরিবারকে ৫৫ হাজার ও আহত পরিবারের মাঝে ২৫ হাজার টাকার চেক প্রদান করেন। এছাড়াও, কার্পাডাঙ্গা হেয়ার প্রসেসিং সংগঠন ১লক্ষ ২ হাজার ২শত টাকা, দর্শনা পৌর পরিষদের পক্ষ থেকে ৪০ হাজার, দর্শনা সিএ্যান্ডএফ এসোশিয়েসনের পক্ষ থেকে ২০ হাজারসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগতভাবে নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। উল্লেখ্য, গত ২৬ মার্চ সকাল সাড়ে ৬টার দিকে জীবিকার সন্ধানে আলমসাধুযোগে মুন্সিগঞ্জ যাওয়ার পথে পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের ২৫জন শ্রমিক জয়রামপুর বটতলার নিকট পৌঁছালে সড়ক দুর্ঘটনায় ১৩জন নিহত এবং ১২জন আহত হয়। এদের মধ্যে আহত ৮জনের অবস্থা মারাত্মক হওয়ায় তাদের চুয়াডাঙ্গা ও রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা মধ্যে ৩জন বাড়ি ফিরেছে এবং বাকী ৫জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।