আলমডাঙ্গা ডাউকিতে আ.লীগের আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান হেলাল:ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে

- আপডেট সময় : ০৫:৩৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ ৩৮৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা বাদেমাজু খন্দকার পাড়ার চিনির উদ্দিনের বাড়ি চত্বরে গতকাল সকাল ১০ টার দিকে অনুষ্ঠিত হয়েছে। ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক খবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দীন। তিনি বলেন, বর্তমান সরকার যখন দেশকে উন্নয়নের শিকড়ে পৌছে দিয়েছে, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিক করেছে, দেশকে নি¤œ মধ্যমায়ের দেশে পরিণত করেছে তখনই স্বাধীনতা বিরোধী চক্ররা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যববদ্ধভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, কুমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রানা উদ্দিন, সাহেক ইউপি চেয়ারম্যান জমজম মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম বুলবুল, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম। ইউপি সদস্য আরিফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ডাঃ আনিস, আওয়ামীলীগ নেতা দাউদ হোসেন, খবের আলী মন্ডল, আক্কাচ আলী, হবিবার রহমান মন্ডল, আওলা হোসেন, আশানুর রহমান বকুল, নিজাম উদ্দিন, চিনির উদ্দিন, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, রইছ উদ্দিন, দিপু বিশ^াস প্রমূখ।