প্রথম অস্থায়ী রাজধানী স্বীকৃতির দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৫:৩৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ ২৯২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ১০ এপ্রিল ১৯৭১ সালের এই দিনে চুয়াডাঙ্গাকে প্রথম অস্থায়ী রাজধানী ঘোষনা করা হয়েছিল। কিন্তু স্বাধীনতার ৪৬ বছরেও রাষ্ট্রীয়ভাবে চুয়াডাঙ্গাকে প্রথম অস্থায়ী রাজধানী স্বীকৃতি দেওয়া হয়নি। সেই স্বীকৃতির দাবীতে চুয়াডাঙ্গাবাসী প্রতিবছর নানামুখি কর্মসূচি পালন করে আসছে। গতকাল বিকাল ৫টায় উদীচী ও অরিন্দম উদ্যোগের শহীদ হাসান চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উদীচী‘র সভাপতি এড. নওশের আলী, সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, অরিন্দমের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক, ছাত্র ইউনিয়ন নেতা মেহেরবাব্বিন সানভি। মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা বের হয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে কলেজ শহীদ মিনারে এসে শেষ। চুয়াডাঙ্গাকে প্রথম অস্থায়ী রাজধানী স্বীকৃতি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন উদীচীর সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ কমরেড লুৎফর রহমান।