আলমডাঙ্গার রোয়াকুলিতে হিরোইন ও আলমসাধুসহ ২জন আটক : টাকার বিনিময়ে গাঁজা সেবনকারী হিসাবে ভ্রাম্যমান আদালতে সাজা

- আপডেট সময় : ০৫:৩৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ ৩৮৩ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের রোকন ও জসিমকে এক পুটলী হিরোইন ও আলমসাধুসহ গত রবিবার সন্ধ্যায় আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। আসামীর কাছে থেকে ১৫ হাজার টাকা উৎকোচ নিয়ে পরবর্তীতে গাঁজা সেবী বলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিন ও ১ মাস সাজা প্রদান কওে ভ্রাম্যমান আদালত। জানা গেছে, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় আলমডাঙ্গা থানা পুলিশের গাড়ি চালক শাহাবুদ্দিন ও কনস্টেবল ফিরোজ সাদা পোষাকে বাজাজ ডিসকভার মোটরসাইকেল যশোর হ-১১-০৭১২ নিয়ে রোয়াকুলির কলেজপাড়া থেকে রোয়াকুলি গ্রামের নবিছদ্দিনের ছেলে জসিম ও ইসমাইলের ছেলে রোকনকে আলমসাধু ও এক পুটলী হিরোইনসহ আটক করে। সংবাদ পেয়ে স্থানীয় এক জনপ্রতিনিধি উক্ত দু’পুলিশের সাথে করতে থাকে দরকষাকষি। পুলিশের ৫০ হাজার টাকার দাবীর প্রেক্ষিতে ১৫ হাজার টাকায় আপস হয়। দরিদ্র মাদক সেবি জসিম ও রোকনের পরিবারের লোকজন টাকা জোগাড় করতে না পারলে তাদের থানায় নেওয়া হয়। সকালে আলমডাঙ্গা থানায় ১৫ হাজার টাকা পরিশোধ করে। বেলা ১১টার দিকে পুলিশ গাঁজা সেবী বলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের কাছে নিয়ে যায়। এসময় তাকে গাঁজা সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রোকনকে ১০ দিন ও জসিমকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। এব্যপারে এএসআই একরামুলের কাছে জানতে চাইলে তিনি বলেন আসামীদের কাছে যে পরিমান হিরোইন ছিলো তা দিয়ে একদিনের জেল হতো না। ১০ দিন ও একজনের ১ মাস জেল অনেক বেশি। ১৫ হাজার টাকার ব্যপারে জানতে চাইলে তিনি মোবাইল ফোনের লাইন কেটে দেন। থানা পুলিশ হিরোইনের বদলে গাঁজা সেবনকারী হিসাবে জেল দেওয়ায় এলাকায় মাঝে চলছে আলোচনা সমালোচনার ঝড়।