সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (ওঋগঈ) প্রকল্পের আওতায় বাস্তবায়িত :ওঋগ কৃষক মাঠ দিবস ও প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:৩৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ ৫৭০ বার পড়া হয়েছে
শের খান: মেহেরপুর মুজিবনগরে সমন্বিত খামার ব্যবস্হাপনা কম্পোনেন্ট (ওঋগঈ) প্রকল্পের আওতায় বাস্তবায়িত “ওঋগ” কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস ও সমাপনী আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মুজিবনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মুজিবনগর উপজেলার বল্লভপুর মুসলিমপাড়ায় ওঋগ কৃষক মাঠ স্কুল প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসার মুহা: মোফাকখারুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এসএম মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা মাষ্টার ফ্যাসিলিটেটর ওঋগঈ কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, মুজিবনগর উপজেলা প্রাণী সম্পদ অফিসার কৃষিবিদ খুরশিদ আলম, বাগোয়ান ইউপি ৬নং ওয়ার্ড সদস্য শংকর বিশ্বাস, বাগোয়ান ইউপি ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সুজিত মন্ডল। কৃষক সহায়তাকারী বিকাশ বিশ্বাস ও ডেবিট মন্ডলের সহযোগিতায় গত ১৭ নভেম্বর ২০১৬ হতে ১০ এপ্রিল ২০১৭ পর্যন্ত ২৫টি পরিবারের ৫০ জন সদস্যকে সমন্মিত খামার ব্যবস্হাপনা কম্পোনেন্ট (ওঋগঈ) প্রকল্পের আওতায় বসতবাড়ির বাগান, হাঁস মুরগী পালন, ছাগল পালন, গরু পালন, পুষ্টি, কৃষক সংগঠন ও সামাজিক বিষয়াবলী উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত প্রত্যেক পরিবারকে দেড় হাজার করে টাকা দেওয়া হয় এবং মেধাবীদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মুজিবনগর উপ-সহকারী কৃষি অফিসার হেলাল উদ্দীন।