অপুর এখুনি এমনটি করা ঠিক হলো না : শাকিব খান

- আপডেট সময় : ০৫:২২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ ৪৬৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো এখন পার করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে এবং সন্তান হওয়ার বিষয়টি এত দিন ‘ওপেনসিক্রেট’ থাকলেও আজ সন্ধ্যায় স্বীকার করেছেন ছেলে আব্রাহাম খান জয়ের কথা। তবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অপু বিশ্বাসের দেওয়া সাক্ষাতকারে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ করায় নাখোশ হয়েছেন শাকিব। আর এসব প্রসঙ্গেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি।
প্রশ্ন: একটি ছবিতে অভিনয়ের জের ধরে গত দু-দিন ধরেই আপনাদের মধ্যে মনোমালিন্যের মাত্রা চরম আকারে ধারণ করছিল বলে জানা গেছে, আসল ঘটনাটা কি?
শাকিব খান: হ্যাঁ, দু-দিন ধরেই আমাদের মধ্যে মনোমালিন্যে চলছিল তা ঠিক। তবে আমি অপুকে বলেছিলাম, তুমি আগে শারীরিকভাবে ফিট হও, তারপর অভিনয়ে ফিরো। কিন্তু সে আমার কোনো কথা শুনতেই রাজি হচ্ছে না। সে ঘুরেফিরে একই কথা বলছিল! আমি তো আর বসে থাকতে পারি না। আমাকে তো অর্থ উপার্জন করতে হবে। তা না হলে জীবন চলবে কী করে? আমি তাকে অভিনয়ে আসতে বারণ করেছি এটাও একটা কারণ হতে পারে। এছাড়া আমার যারা শত্রু রয়েছেন তাদেরও এক ধরনের ইন্ধন রয়েছে বলে আমার ধারণা। এটা আমার বিরুদ্ধে গভীর চক্রান্তের একটা নমুনা মাত্র।
প্রশ্ন: তাহলে বিয়ে, সংসার, বাচ্চা-বিষয়গুলো নিয়ে এখন আপনার মন্তব্য কী?
শাকিব খান: অপু বিশ্বাস যখন সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে আমার সঙ্গে তার সম্পর্কের কথা জানাচ্ছিল তখন আমি জিমে ছিলাম। সে এমনটা করে ভালো কাজ করেনি। আমার ক্যারিয়ার ধুলিসাৎ করতেই অপু এমনটি করেছেন বলে আমার ধারণা। আমি আমার মতো করেই সিনেমা করে যাব। কোনো অসুবিধা নেই। অপু যা খুশি করুক। আমি আমার শেষ চেষ্টাটুকু করেছি। ক্যারিয়ার দেওয়ার মালিক উপরওয়ালা, নেওয়ার মালিকও তিনি।
তবে আমি আমার সন্তান আব্রাহামকে তো অস্বীকার করতে পারব না। আব্রাহামের দায়িত্ব আমি নিয়ে নিব। সে আমার সন্তান। সারা জীবন তার দায়িত্ব আমারই থাকব। আর না হলে ওর ভূমিষ্ট হওয়ার পর থেকে আমি ওর জন্য কি করিনি? আমার প্রায় ৩০ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু অপুকে আর স্বীকার করে নেওয়ার প্রশ্নই আসে না। গতকালও তার সঙ্গে আমার কথা হয়েছে। সব ঠিক ছিল।
প্রশ্ন: মুহূর্তের মধ্যেই আপনার জীবনের গতিপথটা পাল্টে গেল, সামনের দিনগুলোর কথা ভেবেছেন কী?
শাকিব খান: আমি স্বপ্নেও ভাবিনি। আজ…! আমার জীবনটা হঠাৎ করেই এমনভাবে বদলে যাবে। যেহেতু আমি আমার সন্তানকে স্বীকার করে নিয়েছি, তাকে নিয়েই সামনের দিনগুলোর কথা ভাবছি।
শাকিব খান ও আব্রাহাম খান
প্রশ্ন: তাহলে কেন আপনাদের সম্পর্ক নিয়ে এত জল ঘোলা হচ্ছে?
শাকিব খান: আমি চেয়েছিলাম যখন আমার ছেলের বয়স ১ বছর হবে তখন একটি অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানাব। আর আমার পারসোনাল লাইফ বলতে কি কিছু থাকতে পারে না? আমি অপুকে স্ত্রী সম্মান দিয়ে আসছিলাম। বিষয়টি কেন এভাবে প্রকাশ্যে আনা হলো? একটা কারণ তো দরকার ছিল। জীবন আসলে কি, তা আজ আমাকে আরও বেশি ভাবাচ্ছে!
প্রশ্ন: ব্যক্তি কিংবা তারকা শাকিব খানের ইমেজ এ ধরনের ঘটনায় ঠিক কতটা ক্ষুন্ন হয়েছে বলে আপনি মনে করেন?
শাকিব খান: আমার এখন আর বলার কিছু নেই। পুরো বাংলাদেশের মানুষের সামনে অপু আমাকে এভাবে উপস্থাপন না করলেও পারত। এখন কিছু মানুষ আমার পিছনে এমন করে লেগেছে অর্থাৎ ওকে (শাকিবকে) ধ্বংস করে দাও।