ওরে বিবেকহীন, এভাবে আর চলবে কতদিন!

- আপডেট সময় : ০৫:৪৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭ ৬৭৬ বার পড়া হয়েছে
ওয়াসিম রয়েল: অবৈধ মটর চালিত যাত্রী বহনকারী পাখি ভ্যান নিয়ে বিভিন্ন মহলে দিন দিন আলোচনা সমালোচনার ঝড় বয়েই চলেছে। কিন্তু আলোচনা সমালোচনার ঝড় বইলেই বা কার যায় আসে। এসকল অবৈধযান চলাচলের জন্য চালকদের রাস্তা নির্দিষ্ট করে দেয়া সত্বেও প্রশাসনের নিষেধ উপেক্ষা করে আগের মতই আঞ্চলিক সড়কে দেদারছে চলাচল করছে তারা। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা। প্রশাসন বারবার দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া সত্বেও এসকল বিবেকহীন চলকদের কার্যক্রম দেখে অবাক হয়ে যায় জনসাধারণ। গতকাল সকালে দর্শনা বাসস্ট্যান্ডের প্রধান সড়কে এক বিবেকহীন পিতা তার ছোট্ট সন্তানের কাছে পাখি ভ্যান দিয়ে ভাড়া মারতে দিয়েছে। শিশুটি ঠিকভাবে প্যাডেলে পা দিতেও পারছেনা। আবার এক হাত দিয়ে মটরচালিত পাখি ভ্যান চালিয়ে যাত্রী নিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে। আর এক ভ্যানচালক মাত্রাতিরিক্ত মালবোঝাই করে কোনরকমে প্রধান সড়কে উঠতেই চাকা ভেঙে সড়কের মাঝখানে উল্টে যায় ভ্যানটি। এসকল বিবেকহীন চালক ও অভিভাবকদের কবে বিবেক হবে। এভাবে আর চলবে কত দিন। সুধী সমাজের বক্তব্য এসকল বিবেকহীন চালকদের ও অভিভাবকদের বিরুদ্ধে কঠিন আইন প্রয়োগ করলেই ছোট-বড় সড়ক দুর্ঘটনা কিছুটা হলেও হ্রাস পাবে।