নাশকতা : খালেদার দুই মামলা স্থগিত

- আপডেট সময় : ০৫:৩৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭ ২৯১ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দারুসসালাম থানার নাশকতার দুটি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। মামলা দুটিতে অভিযোগপত্র আমলে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর বেঞ্চ রোববার রুলসহ এই আদেশ দেয়। এ দ্ইু মামলায় অভিযোগ আমলে নেওয়ার আদেশ কেন বাতিল করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। আদেশের পর মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপক্ষ হাই কোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবে। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সরকারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর দারুসসালাম থানা এলাকায় একাত্তর পরিবহন ও নিউভিশনের দুটি পরিবহনে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১০ ও ২০ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা দুটি দায়ের করা হয়। তদন্ত করে গত বছরের ১২ ও ১৪ মে অভিযোগপত্র দেয় পুলিশ। ঢাকার হাকিম আদালত গতবছর ১০ অগাস্ট দুই মামলায় অভিযোগপত্র আমলে নেয়। এ দুই মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য সোমবার দিনও রাখা হয়েছিল।