ওয়েভ ফাউন্ডেশনের প্রধান কার্যলয়ের :কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের বৃত্তি লাভ

- আপডেট সময় : ০৫:১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০১৭ ২৮৯ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: ওয়েভ ফাউন্ডেশনের প্রধান কার্যলয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের বৃত্তি লাভ। গত ৩মার্চ জেএসি বৃত্তি পরীক্ষার প্রকাশ হলে ওয়েভ ফাউন্ডেশনের প্রধান কার্যলয়ের ৫জন কর্মকর্তার ছেলে মেয়ে বৃত্তি পরীক্ষায় টেলেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এরা হলেন সিনিয়ার প্রোগাম অফিসার মাহমুদা নাসরীন মুন্নির মেয়ে আফরিদা নুর, মজিবার রহমানের ছেলে সিহাব শাহারিয়ার সাজ ও আওয়াল হোসেনের মেয়ে আশরিকা জাহান জ্যোতি টেলেন্টপুল বৃত্তি সাফল্য অর্জন করেছে। এছাড়া লাইভলী হুড প্রকল্পের সমন্বয়কারী আব্দুস শুকুরের মেয়ে তহরীমা শারমিন সেতু ও রিজিওন্যাল ম্যানেজার ফকর উদ্দিনের ছেলে মেহফুজ আনাম উৎস সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। তাদের এ বৃত্তি লাভ করায় ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনসহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা অভিনন্দন জানিয়েছেন।
নিউজটি শেয়ার করুন
- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ