চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের : হুইপ ছেলুন জোয়ার্দ্দারের সাথে সৌজন্য সাক্ষাত

- আপডেট সময় : ০৫:০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০১৭ ২৮৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সঙ্গে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যকরী কমিটি সাক্ষাত করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের কবরী রোডে অবস্থিত হুইপের বাসভবনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। শুরুতেই সাংবাদিক নেতৃবৃন্দ হুইপকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ভারতে চিকিৎসাকালীন সময় ও বর্তমানে শারিরিক পরিস্থিতি বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর জন্য দোয়া করেন। এসময় তিনি সাংবাদিক নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আগামীতে চুয়াডাঙ্গার উন্নয়নে মিলেমিশে কাজ করার আহ্বান জানান। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা, সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরী, যুগ্ম সম্পাদক বিপুল আশরাফ, অর্থ সম্পাদক আতিয়ার রহমান, প্রচার, প্রকাশনা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহাদ আলী মোল্লা, ক্রীড়া সম্পাদক ইসলাম রকিব, দপ্তর সম্পাদক খাইরুজ্জামান সেতু, কার্যকরী সদস্য শাহ আলম সনি, কামাল উদ্দিন জোয়ার্দ্দার ও রাজীব হাসান কচি এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যকরী কমিটির সভাপতি মাহতাব উদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম। সৌজন্য সাক্ষাতকালে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন ও খুস্তার জামিল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক তছিরুল আলম মালিক ডিউক এবং যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।