চুয়াডাঙ্গায় ৪র্থ দিনের এইচএসসি সমমানের পরীক্ষায় ইংরেজী ২য় পত্রে অনুপস্থিত-১১৬ : বহিস্কার-২:আলমডাঙ্গায় গাঁজাসহ পরীক্ষার্থী আটক : ১৫ দিনের কারাদন্ড

- আপডেট সময় : ০৪:৫৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০১৭ ৪০৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৪র্থ দিনের এইচএসসি ও সমমানের ইংরেজী ২য় পত্র পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এইচএসসি (সাধারণ), ভোকেশনাল, বিএম ও আলিম ইংরেজী ২য় পত্র বিষয়ের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ১০৪জন। উপস্থিত ছিল ৬হাজার ৯৮৮ জন। অনুপস্থিত ১১৬ জন শিক্ষার্থী। এদিকে নিয়মশৃঙ্খলা ভঙ্গের দাঁয়ে এদিনেও দু’জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। সরেজমিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে জানা যায়, ইংরেজী ২য় পত্র বিষয়ের পরীক্ষায় গতকাল চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে ৪৫৫ জন পরীক্ষার্থী-অনুপস্থিত ৯জন, দর্শনা সরকারি কলেজে কেন্দ্রে পরীক্ষার্থী ৬৯৯ অনুপস্থিত ১১জন, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৪৪১ অনুপস্থিত ৭ জন, জীবননগর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৪১১ অনুপস্থিত ৯জন, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৯০৯ অনুপস্থিত ১৪জন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৫৫৫ অনুপস্থিত ১৪, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৭৩৫ অনুপস্থিত ১৪জন, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ২৭১ অনুপস্থিত ৪জন, জীবননগর আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৪০১ অনুপস্থিত ৫জন, এমএস জোহা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৫৯১ অনুপস্থিত ১০জন ও বদরগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৫১৬ অনুপস্থিত ২জন। এদিকে, এইচএসসি ভোকেশনাল শাখার পরীক্ষায় চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৯৭ অনুপস্থিত ১জন, মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ১৮৩ অনুপস্থিত ১জন, এমএস জোহা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ২০৩ অনুপস্থিত ৬জন, জীবননগর আদর্শ মহিলা কলেজ পরীক্ষার্থী ৯২ অনুপস্থিত ১জন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্র ও আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ কেন্দ্রে কোনো অনুপস্থিতি নেই। অন্যদিকে, আলিম পরীক্ষায় চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ১৭০ অনুপস্থিত ২জন ও আলমডাঙ্গা আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ৭৯ অনুপস্থিত ৬জন। জীবননগর উপজেলা আলিম মাদ্রাসা কেন্দ্রে কোন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল না। ইংরেজী ২য় পত্রের পরীক্ষায় দু’পরীক্ষার্থী বহিস্কার: নকল করার দায়ে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ (৬৩১০৯৪) ও মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজ কেন্দ্রের (১৫৫১১৩) দুই শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। অন্যদিকে, আলমডাঙ্গা আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় বিএম শাখার এক পরীক্ষার্থীকে গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। জানা গেছে, নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের বিএম শাখার এক এইচএসসি পরীক্ষার্থী গতকাল আলমডাঙ্গা আলিম মাদ্রাসা কেন্দ্রে বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন পার্ট-২ বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র পরিদর্শক উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে পরীক্ষার্থীর দেহ তাল্লাশী করার সময় মানিব্যাগ থেকে কাগজে মোড়ানো অবস্থায় এক পুরিয়া গাঁজা উদ্ধার করেন। ইমরুল হক বলেন, ওই পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক হলে তার প্যান্টের পকেট এবং মানিব্যাগ তল্লাশি করি। উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। তাকে গতকাল চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।