দেশবিরোধী চুক্তি করে কেউ রক্ষা পায়নি : খালেদা জিয়া

- আপডেট সময় : ০৪:৫২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০১৭ ৩০৪ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য সবকিছু বিক্রি করে দিচ্ছে। অতীতে দেশবিরোধী চুক্তি করে কেউ রক্ষা পায়নি। শেখ হাসিনাও পাবেন না। হত্যাকা-ের শিকার ছাত্রদল নেতা নুরুল আলমের পরিবারের সদস্যরা গতকাল শনিবার রাতে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য কিছুই রাখেননি। ক্ষমতায় টিক থাকতে সব বিক্রি করে দিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধ রুখে দাঁড়াতে মানুষ প্রস্তুত আছে। এখন সময়ের অপেক্ষা, মানুষ রাস্তায় বের হয়ে আসবে। খালেদা জিয়া অভিযোগ করেন, এখন কারও নিরাপত্তা নেই। সরকারের সন্ত্রাসীরা অনেককে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে গুম করছে, হত্যা করছে। শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত।
নিউজটি শেয়ার করুন
- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ