চুয়াডাঙ্গার নয়মাইলে প্রাইভেটকারের ধাক্কায়:আলমসাধু ছিটকে কফি হাউজে : আহত ২

- আপডেট সময় : ০৩:৫৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০১৭ ২৬৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নয়মাইলে প্রাইভেটকারের ধাক্কায় ছিটকে গিয়ে আলমসাধু ধাক্কায় সড়কের পাশে দুজন আহত হয়েছে। সরোজগঞ্জ বাজার থেকে ঝিনাইদহমূখি প্রাইভেটকারটি নয়মাইল বাজারে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি আলমসাধুকে ধাক্কা দেয়। আলমসাধুটি ছিটকে গিয়ে পাশের কফি হাউজে থাকা দুজনকে ধাক্কা দেয়। গুরুতর জখম হন নাসির (৪৫) এবং আশিক (১৭)। গতরাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, গতরাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২৯০৬৬) ঝিনাইদহের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে চুয়াডাঙ্গার নয়মাইল বাজার নামক স্থানে পৌছালে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি আলমসাধুকে ধাক্কা দেয়। এসময় আলমসাধুটি ছিটকে গিয়ে পাশের কফি হাউজে বসে থাকা নাসির ও আশিককে ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হওয়া দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, প্রাইভেটকারটি ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরে সরোজগঞ্জ ফাড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই প্রাইভেটকারটি জব্দ করে ফাড়িতে নিয়ে যায়। সরোজগঞ্জ ফাড়ি পুলিশের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে নয়মাইল বাজার থেকে ভাঙচুর করা একটি প্রাইভেটকার জব্দ করে ফাড়িতে নিয়ে আসি। তবে চালক পলাতক রয়েছে।