ঝিনাইদহে দুই মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

- আপডেট সময় : ০৩:৫৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০১৭ ২৮১ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের নৈহাটি মাঠ থেকে পুলিশ মফিজুর রহমান (২৮) ও মানিক (২৬) নামে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। শনিবার সকালে লাশ দুইটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মফিজুর রহমান শহরের ব্যাপারীপাড়া ঢাকালে পট্রি এলাকার আব্দুল মজিদ ওরফে মজো ড্রাইভারের ছেলে। অন্যদিকে মানিক একই পাড়ার কোরবান আলীর ছেলে। নিহতদের বাবারাও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত বলে পুলিশ জানায়। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, শনিবার সকালে তেতুলবাড়িয়া গ্রামের নৈহাটি মাঠের ধান ক্ষেতে দুইটি লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পুলিশ সেখান থেকে লাশ দুইটি উদ্ধার করে। লাশের পাশে তিন প্যাকেট ইয়াবা ও একটি ছুরি পড়ে ছিল। ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে কেন্দালের জের ধরে এ হত্যাকান্ডে সংঘটিত হতে পারে। কারণ নিহতরা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ঝিনাইদহের অতিরিক্ত পুরিশ সুপার আজবাহার আলী শেখ জানান, কে বা করা এই হত্যাকান্ড সংঘটিত করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে বিকালে ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ ঝিনাইদহ পৌর কবরস্থানে দাফন করা হয়।