চুয়াডাঙ্গা তেঘরীতে বাড়ি ভেঙ্গে প্রাচীর নির্মাণ:দু-পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি হয়ে যাচ্ছে বন্ধঃ চলাচলের রাস্তার দাবিতে ভুক্তভোগীরা মানুষের দারে দারে

- আপডেট সময় : ০৪:৫৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০১৭ ৩৭০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহের গড়াইটুপি কালী মন্দির সংলগ্ন সরকারী জায়গায় নির্মানাধীন পাঁচিলের কারনে সাধারণ পথচারীসহ ভূমিহীন দুটি সংখ্যালঘু পরিবারের সকল সদস্যদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সাধারণ পথচারীরা কষ্ট শিকার করে চলাচল করলেও অবরুদ্ধ হয়ে পড়েছে ভূমিহীন দুটি সংখ্যালঘু পরিবার। জানাগেছে, সদর উপজেলার তিতুদহের গড়াইটুপি কালী মন্দিরের পেছনে দীর্ঘদিন যাবত ভূমিহীন সম্ভু মাঝির ছেলে কটা মাঝি ও তার সহোদর কালু মাঝি পরিবার নিয়ে বসবাস করে। কিন্তু হঠাত সরকারী জমিতে স্থানীয় কালী মন্দির কমিটির লোকজন তাদের সীমানা পাঁচিল নির্মানের কাজ শুরু করলে এই দুই পরিবার ও সাধারণ পথচারীরা চলাচলে চরম দূর্ভোগ পোহাচ্ছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানায়, পাচিল থেকে ২/৩ হাত জমি ছেড়ে দিলে দুটি পরিবার চলাফেরা করতে পারতো। এ বিষয়ে, কমিটির সদস্য মাইকেল মধূসূদন বলেন, তাদের জন্য মন্ডপের ডানদিকে পথ রাখা হয়েছে। যার পরিমান ২ শতক ৪০ পয়েন্টের মত। তারা ওই পথ দিয়ে বের হতে পারবে। অত্র মন্দিরের সভাপতি তেঘরী গ্রামের মাধব হালদার সমীকরণকে জানান মন্দিরের পাশে বসতবাড়ি হওয়ার কারনে গৃহপালিত পশু গরু ছাগল বেঁধেঁ রাখায় মন্দিরের পরিবেশ নষ্টসহ নানা ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয় এজন্য আমরা এই প্রাচীর নির্মান করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হস্তক্ষেপে সমাধান চাই এলাকাবাসী।