১৯৬৫ সালের পর আবার খুলনা-কলকাতা রুটে:সরাসরি ট্রেন চলাচল আজ শুরু

- আপডেট সময় : ০৪:৫১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০১৭ ২৯৭ বার পড়া হয়েছে
ডেস্ক: আজ থেকে খুলনা থেকে কলকাতাগামী ট্রেনের যাত্রা শুরু হচ্ছে। সকাল ৮টায় মৈত্রী এক্সপ্রেস-২ নামের ট্রেনটি কলকাতার উদ্দেশে রওনা হবে। গতকাল শুক্রবার বিকেলে খুলনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) মিজানুর রহমান মিজান ট্রেনের বগিগুলো পরিদর্শন করেন। তাঁর সঙ্গে রেলওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুলনা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য এরই মধ্যে ট্রেনগুলোকে সাজানো হয়েছে। খুলনা স্টেশনে ট্রেনের পাঁচটি বগি ফুল দিয়ে সাজানো হয়েছে। মিজানুর রহমান মিজান জানান, শনিবার দিল্লি থেকে ট্রেন চলাচল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনা রেলস্টেশনের ব্যবস্থাপক কাজী আমিরুল ইসলাম জানান, কলকাতার উদ্দেশে ট্রেনটি সকাল ৮টায় খুলনা ছাড়বে। সকাল ১০টায় ট্রেনটি বেনাপোল পৌঁছাবে। এরপর সেখান থেকে সীমানা পাড়ি দিয়ে কলকাতা যাবে। ইতিহাস ঘেঁটে জানা যায়, ব্রিটিশ আমলে খুলনা থেকে কলকাতা ট্রেন সার্ভিস ছিল। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের পর সেই ট্রেন সার্ভিস বন্ধ হয়ে যায়। এর ৫২ বছর পর আবার সেই ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে।