জীবননগর হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ে : বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:৫৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭ ৩৮৬ বার পড়া হয়েছে
ওমেদুল/ফেরদৌস: জীবননগর উপজেলার হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকার সময় হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রকার খেলাধুলা, দেশের গান, ইসলামি সংগীত, কবিতা আবৃত্তি, সামাজিক সমস্য বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী নাটিকা পরিবেশন সহ সর্বমোট ৪০ ইভেন্টে খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকাল ৫টার দিকে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহন করে যারা বিজয়ী হয়েছে তাদের মাঝে এক পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবি বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মশিয়ার রহমান, মিজানুর রমান, বদিউজ্জামান বদি, আব্দুল খালেক, সাংবাদিক ওমেদুল ইসলাম, ফেরদৌস ওয়াহিদ, মনিরুজ্জামান রিপন, আলামিন, সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমুদুল হক তুহিন ও সবুর খান।