মেহেরপুর পৌর নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট:প্রার্থীতা ফিরে পেলেন মেয়র মতু

- আপডেট সময় : ০৫:৩৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭ ৩৫১ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: উচ্চ আদালতের আদেশে মেহেরপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু। বুধবার সকালে তাঁর দায়ের করা উচ্চ আদালতে রিটের শুনানি শেষে বিচারক জুবায়ের রহমান চৌধুরী ও মোঃ ইকবাল কবীরের বেঞ্চ মতুর প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। এদিকে মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান জানান, প্রার্থীতার বৈধতার বিষয়ে কোন ধরণের নির্দেশনা এখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি। আসলে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২৯ মার্চ মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনে শিক্ষাগত যোগ্যতার অসত্য তথ্য ও প্রস্তাবকারীর স্বাক্ষর মিল না থাকায় বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতুর মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন যাচাই বাছায় কমিটি। পরে জেলা প্রশাসকের কাছে আপিল করলে সে আবেদনও খারিজ করা হয়।
নিউজটি শেয়ার করুন
- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ