মুজিবনগর দিবস পালন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতিসভা

- আপডেট সময় : ০৫:৩৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭ ২৮৩ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খায়রুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহম্মেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিমউদ্দিন সরদার, পাবলিক প্রসিকিউটর এ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এম.এ খালেক, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কে.এম আতাউল হাকিম লাল মিয়া, সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী প্রমূখ।