দামুড়হুদায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এমপি টগর:পদ নিয়ে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

- আপডেট সময় : ০৫:৩৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭ ৩০৮ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের ত্রি-বাষিক সম্মেলন ব্যাপক জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টায় দামুড়হুদা গালর্স স্কুল এন্ড কলেজ চত্বরে ইউনিয়ন যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক যুবলীগ নেতা আব্দুল হালিম ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলি আজগার টগর। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি আলী আজগার টগর ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা যুবলীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ। সম্মেলন শেষে রাত ৯টার দিকে আব্দুল হালিম ভুট্টু সভাপতি, সাইফুল ইলাম ওরফে সাহেব আলীকে সাধারণ সম্পাদক ও একরামুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক পারকৃষ্ণপুর–মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু। এছাড়াও উপস্থিত ছিলেন, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উপজেলা আ. লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, যুগ্ম-সম্পাদক আ. মমিন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়ন আ. লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আ. লীগ নেতা রফিকুল আলম রান্টু, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান ছোট, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। যার জন্য আওয়ামী লীগ সরকারকে উন্নয়নের রুপকার বলা হয়। উন্নয়নের ধারা অব্যহত রাখতে যুবলীগকে অগ্রনী ভূমিকা পালন করে আবারও নৌকাকে বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, নবগঠিত যুবলীগের এই পদ নিয়ে যদি কেউ চাঁদাবাজী করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে রাত ৯টার দিকে উপজেলা যুবলীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ ও সাবেক জেলা যুবলীগ নেতা হযরত আলি জানান, আব্দুল হালিম ভুট্টু সভাপতি, সাইফুল ইলাম ওরফে সাহেব আলী সাধারণ সম্পাদক ও একরামুল হককে সাংগাঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা সেলিম উদ্দীন বগা।