মুজিবনগর ভবেরপাড়ায় রাস্তা নির্মাণকাজে অনিয়ম : গ্রামবাসীর বাঁধায় কাজ বন্ধ

- আপডেট সময় : ০৫:১৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭ ২৬৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর মুজিবনগর বিজিবি ক্যাম্প থেকে ভবেরপাড়ার ভিতর দিয়ে মেইন রোড পর্যন্ত পিচকরণ কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে গ্রামবাসী। এবিষয়ে বাগোয়ান ইউপি সদস্য দিলিপ মল্লিক বলেন, মুজিবনগর বিজিবি ক্যাম্প হতে মেইনরোড পর্যন্ত ২১লাখ টাকা ব্যয়ে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের ১ হাজার ৮২৪ মিটার রাস্তার সিলকোটের কাজে ঠিকাদার চরম অনিয়ম করছে। সংশিষ্ট ঠিকাদার রাস্তা পরিষ্কার না করে সিলকোটের কাজ করছে- যা একেবারেই মানসম্পন্ন নয়। সংশ্লিষ্টদের কাছে বার বার অভিযোগ সত্ত্বেও মানসম্পন্ন রাস্তা নির্মাণে কোন ব্যবস্থা না নেয়ায় বাধ্য হয়ে জনস্বার্থে ক্ষুব্ধ এলাকাবাসী এ কাজ বন্ধ করে দেয়। পরে ঠিকাদার হাদিউজ্জামান আসলে তাকে অনিয়মের জায়গাগুলি দেখায় গ্রামবাসি। এ ব্যাপারে ঠিকাদার গ্রামবাসিদের বলেন, রাস্তার পাশে বাড়ি ঘর থাকায় কিছু জায়গায় সমস্যা হয়েছে। যেখানে অনিয়ম হয়েছে সেগুলোসহ বাকি কাজ ঠিকমত করা হবে বলে আশ্বাস দেন তিনি।