অবৈধ ভূঁইফোড় সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি -রিজভী

- আপডেট সময় : ০৫:৩৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০১৭ ৩৭৫ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: গঠনতন্ত্রের বাইরে বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের নামে কোনো সংগঠন হলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি। এই ধরনের সংগঠন গড়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নাম ব্যবহার করে কেউ কোনো সংগঠন করতে পারবে না। নির্দেশ সত্ত্বেও এখনও কেউ কেউ নিজ স্বার্থে বিভিন্ন সংগঠন সৃষ্টি করে দলের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সম্প্রতি লায়ন মাসুদ রানা নামে জনৈক ব্যক্তি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের নাম ব্যবহার করে ‘তারেক জিয়া সেবা ফাউন্ডেশন’ নামে এ ধরনের একটি সংগঠন খুলেছে। এর সাথে বিএনপি কিংবা তারেক রহমানের কোনো সম্পর্ক নেই’। দলের কোনো নেতা-কর্মী এ ধরনের সংগঠনের সাথে যোগাযোগ বা সম্পর্ক রাখলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন রিজভী।
নিউজটি শেয়ার করুন
- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ