খালেদা জিয়ার সঙ্গে নরওয়ে সংসদীয় দলের সাক্ষাৎ

- আপডেট সময় : ০৫:৩২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭ ৩৯৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন নরওয়ে সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা। তাদের মধ্যে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনী পদ্ধতি, মানবাধিকার রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন নরওয়ের সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা। ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা। বৈঠকে পাঁচ সদস্যের নরওয়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কেনেথ সেভিনড সেন। গত ১ এপ্রিল ঢাকায় শুরু হওয়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে অংশ নিয়েছেন নরওয়ে পার্লামেন্টের এ সদস্যরা। বিএনপি নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান ও বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।