পারকৃষ্ণপুর-মদনা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এমপি টগর:জঙ্গীরা দেশে অরাজকতা সৃষ্টি করছে

- আপডেট সময় : ০৫:২৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭ ২৭০ বার পড়া হয়েছে
আওয়াল হোসেন: পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাইফুল সভাপতি ও সাঈদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জুলফিকার হায়দার জলুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় এসে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। দেশ উন্নয়নে এ সরকার যখন ব্যস্ত তখন কতিপয় জঙ্গী সংগঠন হামলা চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। জঙ্গীরা যতই শক্তিশালী হোক না কেন এদেশে তাদের কোন জায়গা হবে না। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্নসম্পাদক ও পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম। উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক শফিউল কবির ইউসুফ, বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল হান্নান ছোট। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের সহোদর আ’লীগ নেতা আলী মুনসুর বাবু, ইউনিয়ন আ’লীগের সভাপতি বরকত আলী, সাধারণ সম্পাদক মুনতাজ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগনেতা হযরত আলী, শেখ আসলাম আলী তোতা, মোস্তাফিজুর রহমান মতি, সোলাইমান কবির, ইকবাল হোসেন, যুবলীগের আশরাফ আলম বাবু, মামুনশাহ, রফিকুল ইসলাম, আ: মান্নান খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু, শরিফ, আরিফ মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, কামরুল হাসান লোমান, কাউন্সিলর মনির সর্দার, আশরাফুল আলম, রেজাউল, রায়হান, চঞ্চল, সুমন, সাইফুল প্রমূখ। আলোচনা শেষে বক্তারা যুবলীগের কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো জবে বলে ঘোষনা দেন। পরে রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক আ: হান্নান ছোট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পারকৃষ্ণপুর-মদনা যুবলীগের কমিটি ঘোষনা করেন। এ কমিটিতে সাইফুল ইসলামকে সভাপতি, সাঈদকে সাধারণ সম্পাদক ও জুবায়ের আহমেদ পিয়ারকে সাংগাঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।