মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান : আমিরুল ও জারজিস সাময়িক বহিস্কার

- আপডেট সময় : ০৫:১৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭ ২৮৮ বার পড়া হয়েছে
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জারজিস হোসেনকে সাময়িক বহিস্কার করা হয়েছে। গতকাল সোমবার তাদের সাময়িক বহিষ্কারের নির্দেশ দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ২০১৩ সালে হরতাল-অবরোধকালে পুলিশের উপর হামলা মামলার আসামি হিসেবে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) গৃহীত হওয়ায় সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে বিষয়টি নিশ্চিত করেছেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন। আমিরুল ইসলাম মুজিবনগর উপজেলা বিএনপি সভাপতি ও জার্জিস হুসাইন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত পত্রে জানা যায়, মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ায় জনপ্রতিনিধি হিসেবে তাদের দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে। ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন সংশোধিত ২০১১ এর ১৩(খ)(১) অনুসারে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সরকার বিরোধী হরতাল-অবরোধ চলাকালে মুজিবনগর উপজেলার গৌরিনগর এলাকায় পুলিশের উপর হামলা চালায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। এতে মুজিবনগর থানার তৎকালীন ওসি রবিউল হোসেনসহ ৫ পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়। এসময় পুলিশের গুলিতে দুই শিবির কর্মী নিহত হয়। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে মুজিবনগর থানায় আমিরুল ইসলাম ও জার্জিস হুসাইনসহ বিএনপি-জামায়াতের দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলায় গত বছরের ৩০ ডিসেম্বর ১৬১ জনের নামে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। চুড়ান্ত অভিযোগপত্রে আমিরুল ইসলাম ২নং ও জার্জিস হোসেন ৯নং আসামি। মামলার বিষয়টি উল্লেখ করে তাদের বহিস্কারের দাবিতে বাগোয়ান ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিতাজ মল্লিক সম্প্রতি জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।