প্রয়াত নাট্যকর্মী মুন্নার আত্মার মাগফিরাত কামনায় : অনির্বাণ থিয়েটারের দোয়া মাহফিল

- আপডেট সময় : ০৫:৪৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭ ৩০০ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনা অনির্বাণ থিয়েটারের অন্যতম সদস্য হাবিবুর রহমান মুন্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল পুরাতন বাজার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দর্শনা অনির্বাণ থিয়েটারের আয়োজনে হাবিবুর রহমান মুন্নার আত্মার মাগফেরাত কামনা করে গতকাল শনিবার বাদ আছর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পুরাতন বাজার জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা নুরুল ইসলাম দোয়া মাহফিল পরিচালনা করেন। উক্ত দোয়া মাহফিলে অনুষ্ঠানে অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য ইসরাইল হোসেন খান টিটো, মাহাবুবুর রহমান মুকুল, হাসমত কবির, মিরাজ উদ্দিন, আবুল হোসেন, হৃদয়, ফাইমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০১৬ সালের ১লা এপ্রিল অনির্বাণ থিয়েটারের আয়োজনে কক্সবাজার বীচ থিয়েটার ক্যাম্প চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধে হয়ে সকলকে কাদিঁয়ে না ফেরার দেশে চলে যায়। অনির্বাণ থিয়েটারের সকল সদস্য তার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।