চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনাসভা : ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, দেশের উন্নয়নে এগিয়ে আসুন

- আপডেট সময় : ০৫:৪৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭ ৩৮৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ‘ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, দেশের উন্নয়নে এগিয়ে আসুন’-এ স্লোগানে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আনজুমান আরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার কলিমুল্লাহ, চুসক’র প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এসএম ই¯্রাফিল, জজ কোর্টের জিপি মোল্লা আব্দুর রশিদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পূলক কুমার মন্ডল।
প্রধান অতিথি বলেন, বিভিন্ন সূত্রে জমির মালিকানা পরিবর্তনের ফলে নামজারি ও জমা খারিজের মাধ্যমে রেকর্ড হালকরণ হয়ে থাকে। এসব কার্যক্রম যেন সঠিকভাবে, নির্ধারিত সময়ে দক্ষতার সঙ্গে করা যায়, সে বিষয়ে জনগণকে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বলেন, ভূমির মালিকানা সঠিক রাখার স্বার্থে ভূমির মালিকগণকে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। জনগণ যাতে ভূমি উন্নয়ন কর সহজেই দিতে পারেন সে জন্য ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ১-৭ এপ্রিল গ্রাম পর্যায়ে ক্যাম্প স্থাপন করে ভূমি উন্নয়ন কর আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আমাদের দামুড়হুদা অফিস জানিয়েছেন, দামুড়হুদায় ভুমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় এই ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা ভূমি অফিসের আয়োজনে গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে দামুড়হুদার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ কাদের উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল (শুভো)। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা।
আমাদের আলমডাঙ্গা অফিস জানান, গতকাল সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা ভূমি অফিসের উদ্যোগে ৭ দিন ব্যাপি ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সহকারি কমিশনার (ভূমি) আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সমাজ সেবা অফিসার আবু তালেব, পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার দাস, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। এছাড়াও অন্যন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা রফিক উদ্দিন আহমেদ, মিজানুর রহমান, আতিকুর রহমান, আমজাদ হোসেন, মোল্লা মতিয়ার রহমান, ঈসা খান, হাফিজুর রহমান, শাসুদ্দীন, মিনারুল ইসলাম, রেজাউল ইসলাম, ভূমি অফিস সহকারি রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, ইউপি সদস্য মহাবুর রহমান, ভূমি মালিকদের পক্ষে মজিবর রহমান।
জীবননগর অফিস জানিয়েছেন, জীবননগরে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে ভূমি সপ্তাহ পালিত হয়েছে । গতকাল শনিবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে ভূমি সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
আমাদের মেহেরপুর অফিস জানান, মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনার মধ্য দিয়ে ভূমি সপ্তাহ পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহম্মেদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খাইরুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) সামিউল হক, জেলা রেজিষ্টার মিশন চাকমা, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমূখ। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহম্মেদ’র নেতৃত্বে একটি র্যালী বের করা হয়।
আমাদের মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, শনিবার সকাল ১০টার সময় মুজিবনগর উপজেলা চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন এর নেতৃত্বে ভূমি সপ্তাহ উপলক্ষে একটি র্যালী বের করা হয় র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গার শেষ হয় পরে নির্বাহী অফিসারের কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুজিবনগর থানা ইনচার্জ কাজী কামাল হোসেন, মুজিবনগর উপজেলা সার্টিফিকেট পেশকার হামিদুল ইসলাম, সার্ভেয়ার সাহাদুল ইসলাম, মিউটেশন সহকারি রবিউল ইসলাম, অফিস সহকারি রজিনা খাতুন, বাগোয়ান ইউপি তহসিলদার ইউসুফ আলী, মোনাখালী ইউপি তহসিলদার আ:হালিম, দারিয়াপুর ইউপি তহসিলদার বজলুর রশিদ, মহাজনপুর ইউপি তহসিলদার মনিরুল ইসলামসহ ভূমি অফিসের কর্মচারি বৃন্দ।