দামুড়হুদা মোক্তারপুরে ভুট্টা ভাঙ্গার সময় বিপত্তি : স্কুলছাত্রী রক্তাক্ত জখম : ঢাকায় রেফার্ড

- আপডেট সময় : ০৪:১৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭ ২৭৪ বার পড়া হয়েছে
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে ভুট্টা ভাঙ্গার সময় মেশিনের ভিতর মাথার চুল ঢুকে নিলুফা খাতুন (১৩) নামের এক স্কুলছাত্রী গুরুতর জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে এ দূর্ঘটনাটি ঘটে। নিলুফার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গতকালই ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্র্ড করেন কর্তব্যরত চিকিৎসক। আহত নিলুফা খাতুন দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের মাঝপাড়ার দিনমজুর শহিদুল ইসলামের মেয়ে। সে মুক্তারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার সময় নিলুফা খাতুন ও তার মা নিজ বাড়িতে মেশিনে ভুট্টা ভাঙছিল। নিলুফা মেশিনের মধ্যে ভুট্টা দিতে গেলে হঠাৎ করে তার মাথার চুল মেশিনে আটকে যায় এবং চুলসহ মাথার চামড়া উঠে আসে। এতে নিলুফা খাতুন সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয়রা নিলুফাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। নিলুফার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীনির মাথার চুল ছিড়ে অনেকটা চামড়া উঠে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি, তবে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিলুফাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল।