তুচ্ছ ঘটনাকে কেন্দ্র চুয়াডাঙ্গার গহেরপুরে দুই পক্ষের সংঘর্ষ

- আপডেট সময় : ০৪:১৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭ ২৭৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার গহেরপুরে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের বেলুন ফাটানোর জেরে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার বিকেলে একটি আলমসাধুর গতিরোধ কয়েকজন যুবককে মারপিট করা হয়। পরে ওই যুবকরা দলবল নিয়ে ঈদগাহপাড়ায় হামলা চালায়। এসময় যুবকরা গহেরপুর ঈদগাহপাড়ার মৃত ছানারউদ্দীনের ছেলে ওমর আলী, তার স্ত্রী কোহিনূর বেগম ও প্রতিবন্ধী ছেলে শাহাবুলকে মারপিট করে। তাদের মধ্যে ওমর আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ২৯ মার্চ বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গহেরপুর ঈদগাহপাড়ার ওমর আলীর প্রতিবন্ধী ছেলে শাহাবুল ইসলাম একটি বেলুন ফাটিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শাহাবুলকে মারপিট করে একই গ্রামের লতিফের ছেলে রুবেল, রাজ্জাকের ছেলে বাপ্পী, হায়দারের ছেলে ইলিয়াস, আরমানের ছেলে ইয়ামিনসহ ৭/৮ জন যুবক। এঘটনায় শাহাবুলের পিতা ওমর আলী চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এদিকে, গতকাল বিকেলে ওই যুবকরা ঈদগাহপাড়ার ওমর আলীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাদের আলমসাধু গতিরোধ মারপিট করে। পরে যুবকরা দলবল নিয়ে ওমর আলীর বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ি-ঘর ভাঙচুর করে ওমর আলী, তার স্ত্রী কোহিনূর বেগম ও প্রতিবন্ধী ছেলে শাহাবুলকে মারপিট করে। তাদের মধ্যে ওমর আলীও কোহিনূর বেগমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। কোহিনূরের প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও ওমর আলীকে ভর্তি রাখা হয়েছে।