মৌলভীবাজারের বড়হাটে অপারেশন ম্যাক্সিমাস স্থগিত : পালিয়েছে জঙ্গিরা : মিলেছে বোমা-গ্রেনেড : আজ আবার অভিযান

- আপডেট সময় : ০৪:০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭ ২৬৯ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে ৩ দিন ধরে ঘিরে রাখা বাড়িতে জঙ্গি নয় মিলেছে গ্রেনেড, বোমা ও সুইসাইডাল ভেস্ট। কুমিল্লা নগরীর কোটবাড়ি সংলগ্ন দক্ষিণ বাগমারা এলাকার একটি ৩ তলা বাড়ির নিচতলার একটি কক্ষে মিলেছে এসব বোমা-গ্রেনেড। গতকাল শুক্রবার বিকাল পৌনে ৬টার দিকে কুমিল্লা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। তবে ওই কক্ষে প্রচুর গ্যাস থাকায় শনিবার সকাল পর্যন্ত অভিযান ‘অপারেশন ম্যাক্সিমাস’ স্থগিত রাখা হয়েছে। ডিআইজি জানান, তাদের নিকট তথ্য ছিল ওই কক্ষে নোয়াখালীর আনিস কিংবা আনাস (১৯) এবং রাজশাহীর অথবা চাপাইনবাবগঞ্জের রনি (২২) অবস্থান করছে। কিন্তু গত বুধবার দুপুরে র্যাব-পুলিশ ওই ভবন ঘিরে ফেলার আগেই জঙ্গিরা কৌশলে পালিয়ে যায়। তাই তাদের আটক করা সম্ভব হয়নি। ওই কক্ষে ৪টি গ্রেনেড, ৫ কেজি ওজনের ২টি বোমা এবং ২টি সুইসাইডাল ভেস্ট পাওয় গেছে। কিন্তু ওই কক্ষে প্রচুর গ্যাস থাকায় এ গুলো উদ্ধার কিংবা নিস্ক্রিয় করা যায়নি। আজ শনিবার সকালে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসব বোমা ও গ্রেনেড নিস্ক্রিয় করবেন। এর আগে শুক্রবার সকাল থেকে সোয়াত, র্যাব, ক্রাইম সিন ইউনিট, বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্য, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সেখানে পৌঁছে জঙ্গিদের অচেতন করতে পাইপের মাধ্যমে কক্ষে গ্যাস প্রবেশ করান এবং কয়েক রাউন্ড টিয়ার সেল ও প্রায় ১০০ রাউন্ড ফাঁকা গুলি করা হয়। গ্যাসের প্রভাব কমতে তাদের দুই ঘন্টা অপেক্ষা করতে হয়। ফায়ার সার্ভিসে সাহায্যে ৩ তলার ছাদে উঠে অভিযান চালিয়ে নিচতলায় আসা হয়। সকাল থেকে ঘটনাস্থলের আশে পাশের প্রায় ২ কি: মি: এলাকায় নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়।