বড়হাটে দিনভর মুহুর্মুহু গুলি বিস্ফোরণ

- আপডেট সময় : ০৪:০০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭ ৩০৬ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরের জঙ্গি আস্তানায় অপারেশন হিট ব্যাক শেষ হওয়ার পর একই উপজেলার বড়হাটে অপর আস্তানায় অপারেশন ম্যাক্সিমাস শুরু করেছে সোয়াত। গতকাল শুক্রবার সকাল ৯টা ৫২ মিনিট থেকে এ অভিযান শুরু হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে অভিযানটি স্থগিত করা হয়। এর আগে দিনভর আস্তানার ভেতর থেকে মুহুর্মুহু গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, বড়হাটের এ আস্তানায় ৪-৫ জন প্রশিক্ষিত জঙ্গি রয়েছে। তাদের মধ্যে একজন আফগান ফেরত বোমা বিশেষজ্ঞ। তবে তার পুরো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সোয়াতের অপারেশন চলাকালে ওই আস্তানায় ক্যামেরাসংবলিত ড্রোন দিয়ে সার্চ করা হয়েছে। ড্রোন দিয়ে তোলা ছবিগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। এর আগে সিলেটের শিববাড়ীর আতিয়া মহলে এবং নাসিরপুরের আস্তানায় অভিযান চালানোর সময়ও ড্রোন ব্যবহার করা হয়েছিল। আজ সকালে আবহাওয়া ভালো থাকলে পুনরায় অভিযান শুরু হবে।