দর্শনায় ভ্যাপসা গরমে হাত পাখা ব্যাবসায়ীদের তোড়জোড়

- আপডেট সময় : ০৩:১৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭ ৬১১ বার পড়া হয়েছে
ওয়াসিম রয়েল: শীতকাল শেষে গরম কালের শুরুতেই পড়ছে ভ্যাপসা গরম। আর এই ভ্যাপসা গরমে হাত পাখা ব্যাবসায়ীদের পাখা ব্যাবসার তোড়জোড় লেগেছে। দর্শনাসহ আশপাশ এলাকার বিভিন্ন মুদি দোকান ও হার্ডওয়ার দোকানদারেরা হাত পাখা তৈরির কারিগর ও ব্যাবসায়িদের কাছে প্রতি বছরের ন্যায় পাখা কেনার অর্ডার দিচ্ছে এবং তোড়জোড় শুরু করেছে পাখা ব্যবসার। গতকাল সকাল ৭টার দিকে দর্শনার বাসস্ট্যান্ডে বেশ কয়েকটি হাত পাখা ভর্তি আলমসাধু দেখা যায়। বেশ কয়েকজন পাখা ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, তারা মুলত হাত পাখারই ব্যাবসা করে। কালিগঞ্জের পাখা ব্যাবসায়ী আ: রহিম জানায়,পাখা তৈরির কারিগরদের নিকট হতে পাখা কিনতে গেলে গত বছরের চেয়ে এবছর পাখার দাম বেশি পড়ছে। গত বছরেও পাইকারি ৯টাকা ও ১০টাকা দরে পাখা কিনে দোকানদারদের নিকট ১৫ টাকা দরে বিক্রি করেছে। এ বছর পাইকারি কেনা পড়ছে ১৫ টাকা বিক্রি করতে হবে ১৮টাকা থেকে ২০টাকা। এই কারনে টাকার যোগান দিতে হচ্ছে বেশি। তারপরও গরমের শুরুতেই ব্যাবসা ভালোই জমে উঠেছে। তাছাড়া প্রায় প্রত্যেকের বাড়িতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের মত হাত পাখার ব্যবহার যথেষ্ট।