চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশের আয়োজনে নিরাপদ সড়ক বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পাঁচটি আঞ্চলিক সড়কে অবৈধযান বন্ধ : সকল যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা

- আপডেট সময় : ০৪:৫৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭ ৩৭২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশের আয়োজনে নিরাপদ সড়ক বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাঁচটি আঞ্চলিক সড়কে অবৈধযান বন্ধ : সকল যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের আয়োজনে নিরাপদ সড়ক বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, জেলা পরিষদ সচিব ড. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কলিমুল্লাহ। এসময় বক্তারা বলেন, সড়ক দূর্ঘটনা রোধে অবৈধ যান বাহন চলাচল বন্ধ করতে হবে। সড়কে আর মৃত্যুর মিছিল নয়, আর একটি প্রাণ যাওয়ার আগে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। সকলকে যার যার স্থান থেকে সতর্ক হতে হবে। দোকান মালিক ও পরিবেশক সমিতির নেতৃবৃন্দ বলেন, ইঞ্জিন চালিত যানবাহনগুলোতে গণপরিবহন বন্ধ করতে হবে। তবে পণ্য পরিবহনের ব্যাপারে নির্দেশ দেওয়া যেতে পারে। কারণ, বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা মালামাল ক্রয় বিক্রয়ের জন্য স্বল্প খরচের পরিবহন ব্যবস্থা হিসেবে ইঞ্জিন চালিত এসব আলমসাধু, নছিমন, করিমন ও ভটভটিকেই বেছে নেয়। তাদের পক্ষে গ্রাম থেকে মালামাল পরিবহনের জন্য ট্রাক ও পিকআপ ভাড়া করা সম্ভব নয়।
এদিকে, বাস-ট্রাক, ট্যাংক-লরি শ্রমিক-মালিক নেতারা বলেছেন ভিন্ন কথা। তাদের মতে সড়কে মৃত্যুর মিছিল বন্ধে এখনই সকল প্রকার অবৈধ যান চলাচল বন্ধ করা হোক। জেলার ৬টি প্রধান সড়ক অবৈধ যান মুক্ত রাখার দাবি জানান তারা। জেলার অভ্যন্তরে গণপরিবহন ও মালামাল পরিবহনের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তারা। ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, অবৈধ যান চলাচল বন্ধে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে মহাসড়কে অবৈধ নছিমন, করিমন, আলমসাধু ও ভটভটি চলাচল নিয়ন্ত্রনে এসেছে। গত ২৬ মার্চ মর্মান্তিক সড়ক দূর্ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, সড়কে এক সঙ্গে ১৩ জনের মৃত্যু গোটা জেলাকে প্রকম্পিত করেছে। ভাবিয়ে তুলেছে সড়কে চলাচলকারী সকলকে। তাই নিরাপদ সড়ক বাস্তবায়নে সকলকে সহযোগিতা করতে হবে। আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা বিআরটিএ’র পরিদর্শক এসএম সবুজ, জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাবলু, জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের সমিতির সভাপতি এম. জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, জেলা দোকান মালিক ও পরিবেশক সমিতির সভাপতি চান্নু মিয়া প্রমূখ।
মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সড়ক পরিবহন বিভাগের কর্মকর্তা, সড়ক পরিবহনের সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের নিয়ে দীর্ঘসময় ধরে আলোচনার পর সড়কে চলাচলের ওপর বেশকয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা গৃহীত হয়। এর মধ্যে রয়েছে, মূল সড়কের ফুটপাত দখলমৃক্ত রাখতে মালামাল সরাতে হবে, পৌরসভা সমূহকে অটোরিক্সা চালানোর রাস্তা নির্ধারনের দায়িত্ব পালন করতে হবে, আলমসাধু, নসিমন-করিমন, লাটাহা¤॥^ার মূল সড়কে চলাচল করতে পারবে না, ওভার লোড, ওভার টেকিং ও ওভার স্পীড বন্ধে ব্যবস্থা নিতে হবে, বাড়িঘর নির্মাণের মালামাল সড়কে রাখা যাবে না, সংশিষ্ট কর্তৃপক্ষকে স্পীড ব্রেকারসহ গুরুত্বপূর্ণ বাঁক চিহ্নিত করে সে সম্পর্কে সতর্কীকরণ নির্দেশনার ব্যবস্থা করতে হবে, ইটভাটা মালিকেরা মাটির স্তুপ নির্ধারিত সময়ের মধ্যে সরাবেন এবং মাটি টানা গাড়ির চাকায় রাস্তা কর্দমাক্ত হলে সকালের মধ্যে তা পরিস্কার করাবেন, মোটরসাইকেল চালকের গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়াসহ হেলমেট ব্যতীত কোন চালাকের মোটরসাইকেলে পেট্রোল সরবরাহ বন্ধের ব্যবস্থা নিতে হবে, যাত্রী ছাউনী বা নির্ধারিত স্থান ছাড়া যাত্রীবাহী বাস দাঁড়াবে না, আলমসাধুতে যাত্রীদের ভ্রমন বন্ধে প্রচার-প্রচারণা করতে হবে, দুর্ঘটনা কবলিত স্থান নির্বাচন করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গ আশাবাদ ব্যক্ত করেন মহৎ এই উদ্যোগের ফলে কমে আসবে সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় যাবেনা কোন প্রাণ, অকালে খালি হবেনা কোন মায়ের বুক।