দর্শনা বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি টগর সুখী সমৃদ্ধিশীল দেশ গড়তে ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে

- আপডেট সময় : ০৪:৫৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭ ৪৭১ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: ঐতিহ্যবাহী দর্শনা বিডি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। যে দেশের মানুষ যত শিক্ষিত সে দেশ তত উন্নত। বিশ্বের যত উন্নয়নশীল দেশ রয়েছে তা শুধুমাত্র প্রকৃত শিক্ষার করণেই উন্নয়ন হয়েছে। প্রকৃত শিক্ষা দিতে পারে একমাত্র জীবন চলার সঠিক দিক নির্দেশনা। সকলকে মনে রাখতে হবে আজকের ছেলে মেয়েরা আগামী দিনের ভবিষ্যত। একটি সুখী সমৃদ্ধিশীল দেশ গড়তে আমাদের ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষীত করে গড়ে তুলতে হবে। লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করাতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে। ঠিক সেসময় এদেশে কিছু জঙ্গীবাদী সংগঠন দেশে অরাজগতা সৃস্টি করার চেষ্ট করছে। এ সকল সংগঠন যতই শক্তিশালী হোক না কেন বাংলার মাটিতে এদের কোন ঠাঁই পাবে না। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্ন-সম্পাদক ও পারকুষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, সাংগাঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ শোনিত কুমার গায়েন, সাবেক শিক্ষক এরশাদ আলী, আশরাফ আলী, বদর উদ্দিন। এছাড়া আওয়ামীলীগ নেতা শাফিকুল ইসলাম, মমিনুল ইসলাম, মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম কাবি, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল হান্নান ছোট, পারকৃষ্ণপুর-মদনা ইউপি যুবলীগের আহবায়ক জুলফিকার হায়দারসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও বিদ্যালয়ে শিক্ষাথিরা। আলোচনা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।