দর্শনা সরকারি কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে এমপি টগর : সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে রুখে দাড়াতে হবে

- আপডেট সময় : ০৪:৫৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ ৭৯৮ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সরকারি কলেজ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ এর সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শরির ও মনকে বিকশিত করার জন্য খেলাধুলা ও সাংস্কিৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। এছাড়া সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের সুব্যাবস্থা করেছে। সোনার বাংলা গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে জঙ্গিবাদেও বিরুদ্ধে সকলকে রুখে দাড়াতে হবে। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সাবেক অধ্যক্ষ মোশারফ হোসেন, সরকারি কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান, ক্রীড়া শিক্ষক সিরাজুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার তোফাজ্জেল হোসেন, গণউন্নয়ন গ্রন্থগারের পরিচালক আবু সুফিয়ান। এছাড়া দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, রিপন, লোমান, মিল্লাত, আল-আমিন, অপু, প্রভাত, সাগর, ফারুক, রবিউল, মোহাম্মদ, লিপন, সিমন, রকিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলো। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন রাষ্টবিজ্ঞানের প্রভাষক জাহিঙ্গির আলম খান ও প্রাণী বিজ্ঞানের প্রভাষক নাজমা খাতুন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।