চুয়াডাঙ্গার পর এবার মুজিবনগরে স্বেচ্ছায় মাদকব্যবসা ও সেবন ছাড়ার প্রত্যায়ে:মুজিবনগরে ৩০জনের আত্মসমর্পণ

- আপডেট সময় : ০৪:৫৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ ৪৫৯ বার পড়া হয়েছে
মাসুদ রানা/শেরখান: খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম শুরু হয় মাদকব্যবসায়ী ও সেবীদের স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ। চুয়াডাঙ্গার পর মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় জেলা জুড়ে শুরু হয়েছে মাদকব্যবসায়ী ও সেবীদের আত্মসমর্পণ। এরআগে চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন চুয়াডাঙ্গা জেলা মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলে মাদকব্যবসায়ী ও সেবীরা সেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করতে শুরু করে। গতকাল মুজিবনগর উপজেলার কয়েকটি গ্রামের ৮ মাদকব্যবসায়ী ও ২২ মাদক সেবী স্বেচ্ছায় মাদকব্যবসা ও সেবন ছেড়ে দেওয়ার ঘোষনা দিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে মুজিবনগর থানায় উপস্থিত হয়ে তারা মাদক ছাড়ার ঘোষনা দেন। এসময় মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন সেখানে উপস্থিত ছিলেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল জানান- সন্ধ্যার দিকে মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যসায়ী কামাল শেখ (৩০), মিখাইল শাহ (৩৮), আব্দুর রশিদ (৬০), রণজিত বিশ্বাস (৩২), মোসাদ্দেক হোসেন (৩৫), লাল চাঁদ (২৮), কাশেম দফাদার (৫৫) ও পার্শ্ববর্তী তারানগর গ্রামের বাকি বিল্লাহ (৫২) এবং চিহ্নিত মাদক সেবি ভবরপাড়া গ্রামের দিনেশ (৩৫), মুজিবর (২৭), লাল্টু (৩৫), মাইকেল (৩৮), বিকাশ মল্লিক (৪০), ফরজ হোসেন (২৩), রাজু (৪০), সোহেল (২৭) সুজন মন্ডল (৩৩), শানু মন্ডল (৩২), বিষু মল্লিক (৩৭), পূর্ণদান হালসানা (৪৫), শওকত আলী (৭৩), সিরাজ (৩০), সিরাজ (৩২), মিন্টু (৩২), মোহাম্মদ (৩০), আব্দুর রাজ্জাক (৩০), সোহেল (২৭), এনামুল (২৬), বাবুর আলী (৩০), খোয়াদ আলী (২৬) ও আনন্দবাস গ্রামের আব্দুল হালিম।
ওসি কাজী কামাল হোসেন আরো জানান- স্থানীয় বাগোয়ান ইউনিয়নের ওয়ার্ড সদস্য দিলীপ মল্লিকের নেতৃত্বে এদিন সন্ধ্যার পূর্বে ওই মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা মুজিবনগর থানায় এসে আত্ম সমার্পন করেন। পুলিশের পক্ষ থেকে তাদের মাদক ত্যাগ ও ভাল পথে চলার বিভিন্ন ধরণের উপদেশ দেওয়া হয় এবং পরে মুচলেকা নিয়ে ছাড়া হয়। তিনি আরো বলেন- এদেরকে চোখে চোখে রেখে মাদকের বিষয়ে উপলব্ধি করা হবে। মাদক বিক্রেতা মিখাইল শাহ ও মাদক সেবি সিরাজ জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন খারাপ পথ ছেড়ে ভাল পথে চললে তাদেরকে পূর্নবাসনে সহযোগিতা করবে সরকার। এদিকে মেহেরপুরকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। তাই আমরা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। পরে আত্ম সমার্পনকারী মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের মুচলেখা নিয়ে ছাড়া হয়। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন মুজিবনগর থানার সেকেন্ড অফিসার এসআই মতিয়ার রহমান, এসআই আবু তাহের, বাগোয়ান ইউপি সদস্য সোহরাব হোসেন, আনারুল ইসলাম প্রমূখ।