চুয়াডাঙ্গায় ৭০ অবৈধ যানবাহনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

- আপডেট সময় : ০৪:৪৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ ৩৭৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্রধান সড়কে অবৈধ যানবাহন চলাচলে কঠোরতা আরোপ করেছে জেলা প্রশাসন। গত রোববার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় ১৩ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন তারা। গতকাল বুধবার চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে অভিযান চালিয়ে ৭০ অবৈধ যানবাহন আটকপূর্বক জরিমানা করেছেন পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় এসব অবৈধ যানবাহনের মালিকদের কাছ থেকে ২৫ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মৃণাল কান্দি দে। তিনি ৫৭ পরিবহনকে ২০ হাজার ৬শ’ টাকা জরিমানা করেন। পরে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার ম-ল। তিনি ১৩ অবৈধ পরিবহন মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। তিনি বলেন আলমসাধু, নসিমন, করিম, ভটভটি, পাখি ভ্যানসহ বিভিন্ন অবৈধ যান প্রধান সড়কে চলাচল করায় অহরহ দুর্ঘটনা ঘটছে। এ কারণে অভিযান চালানো হচ্ছে।