আলমডাঙ্গা নাগদাহ গ্রামের অতিপরিচিত মুখ : আব্দুল বারীর মৃত্যুতে দোয়া মাহফিল

- আপডেট সময় : ০৪:৪৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ ৩৮৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা নাগদাহ গ্রামের মরহুম আব্দুল বারীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আছর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৬ মার্চ রাত পৌনে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত তিনি মৃত্যুবরণ করেন। পরেরদিন ২৭ মার্চ বাদ আছর পারিবারিক কবরস্তানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। মরহুম আব্দুল বারী নাগদাহ গ্রামের আব্দুল লতিফের ছেলে। স্টেশন মাস্টার বাবার চাকরির সুবাদে কুষ্টিয়া জেলার খোকসা থানায় জন্মগ্রহণ করেন মরহুম আব্দুল বারী। তিনি ভারতের স্বাধীনতা দিবসে জন্মগ্রহণ করেন এবং কাকতালীয়ভাবে বাংলাদেশের স্বাধীনতা দিবসে মৃত্যুবরণ করেন। মরহুম আব্দুল বারী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেও রাষ্ট্রীয় মর্যাদা পাননি। গত ২৬ মার্চ তার মৃত্যুর পর খবর পেয়ে শেষবারের মতো তাকে দেখতে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আলী রেজা, নাসিরু উদ্দিন জোয়ার্দ্দার, বেলু চৌধুরি, জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস, অতিরিক্ত ডিআইজি আব্দুল মালেক, সাবেক ইউপি চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, আব্দুস সালাম, মিনহাজ উদ্দিন, নজির মল্লিক, আবুল কালাম আজাদসহ বিভিন্ন স্থান থেকে আসা শতশত মানুষ। তার জানাযায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, ছাত্র, আবাল, বৃদ্ধাসহ শ্রেণী পেশার মানুষ। গতকাল দোয়া মাহফিলে মহান এই ব্যক্তির আত্মার মাগফেরাত কামনা করে এবং মরহুমকে বেহেশত নসীব করার জন্য মহান আল্লাহতা’য়ালার নিকট প্রার্থনা করা হয়। মরহুমের রেখে যাওয়া স্ত্রী পুত্র ও পরিবারে পক্ষ থেকে মরহুমের জন্য দোয়াও কামনা করা হয়েছে।