চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

- আপডেট সময় : ০৪:৪১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ ৩৮৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার অনুদানে নির্মিতব্য চুয়াডাঙ্গা প্রেসক্লাব ভবনের তৃতীয়তলার ছাদ ঢালাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় ছাদ ঢালাই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা। এসময় বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি মাহতাব উদ্দিন, প্রেসক্লাবের সহসভাপতি রফিকুল ইসলাম, নির্মাণ সহায়তা কমিটির আহবায়ক রাজীব হাসান কচি, দিলীপ কুমার আগরওয়ালার স্থানীয় প্রতিনিধি প্রেসক্লাবের দাতা সদস্য পবিত্র কুমার আগরওয়ালা, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিপুল আশরাফ, কার্যনির্বাহী সদস্য রফিক রহমান, সাংবাদিক সমিতির সহসভাপতি শেখ সেলিম ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম উপস্থিত ছিলেন। বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক প্রেসক্লাবের দাতা সদস্য দিলীপ কুমার আগরওয়ালা ব্যক্তিগত তহবিল থেকে সম্প্রতি চুয়াডাঙ্গা প্রেসক্লাব ভবনের তৃতীয় তলা নির্মাণের প্রতিশ্রুতি দেন। তারই অংশ হিসেবে তৃতীয়তলা ভবন নির্মাণ ও ছাদ ঢালাই সম্পন্ন হলো।