চুয়াডাঙ্গা ও মেহেরপুরে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত

- আপডেট সময় : ০৪:৩৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ ৩৭১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দূর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো, বাঁচবে দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। জীবনগর প্রতিনিধি জানিয়েছে, জীবননগরে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র্যালী, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় দূর্নীতি প্রতিরোধ কমিটি জীবননগর উপজেলা শাখার আয়োজনে কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে জীবননগর উপজেলা পরিষদ হতে শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জীবননগর বাসষ্ট্রান্ডে একটি মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, সমবায় অফিসার মতেহার হোসেন, আইসিটি অফিসার মাইনুল ইসলাম, সাংবাদিক জাহিদ বাবু, মিঠুন মাহমুদ প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম আর বাবু। মেহেরপুর প্রতিনিধি জানিয়েছে, দূর্নীতি হলে শেষ নিজে বাঁচবো, বাঁচবে দেশ’ এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে দূর্ণীতি প্রতিরোধ সপ্তাহ। গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে নের্তৃত্বে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর। মানববনন্ধনে অংশনেন সংগঠনটির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সদস্য ও মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।