কুসিক নির্বাচন নতুন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা: রিজভী

- আপডেট সময় : ০৫:৪২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭ ৩৮৩ বার পড়া হয়েছে
কুসিক নির্বাচন নতুন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা: রিজভী
নিজস্ব প্রতিবেদক: স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন সম্পন্ন করা নতুন নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। গত সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিএসই) কেএম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। রুহুল কবীর বলেন, ‘এটা হবে নতুন কমিশনের জন্য একটি অগ্নিপরীক্ষা। এ নির্বাচনের মাধ্যমে তাদের নিরপেক্ষতা প্রমাণের পাস-ফেল নির্ভর করছে। এর আগে বিকেল তিনটায় রুহুল কবীর রিজভীর নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল সিএসইর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রিজভী বলেন, ‘সিইসি পক্ষপাতিত্ব করবেন না বলে আমাদের আশ্বাস দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার একজন সজ্জন ও দায়িত্বশীল ব্যক্তি। আমরা আশা করি তিনি যে আশ্বাস দিয়েছেন তা পূরণ করবেন।
নিউজটি শেয়ার করুন
- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ